ই-পেপার | বৃহস্পতিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জে জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থার বিভাগীয় অফিসের শুভ উদ্বোধন।

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ণনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থার ঢাকা বিভাগীয় শাখা অফিস ও ডেইলি নিউজ টিভির শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায়  রশুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়া বেইলি ব্রিজ সংলগ্ন চরের রোড এর একটি মার্কেটে অফিসটি উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলম তানভীর।

এ সময় উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ,

স্থানীয় সংবাদকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, আজকের পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ, দৈনিক সভ্যতার আলোর স্টাফ রিপোর্টার আমির হোসেন ঢালী, দৈনিক খোলা কাগজ এর সিরাজদিখান প্রতিনিধি আজাদ বিন নাদভী, দৈনিক আমার সময়ের সিরাজদিখান প্রতিনিধি আজিম হাওলাদার, সাপ্তাহিক দেশে ডাক পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ আরো অনেকেই।

জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগীয় সভাপতি আনিসুর রহমান নিলয় ও সিনিয়র সহ-সভাপতি মুক্তার হোসেন এর সার্বিক অর্থায়নে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু চোকদার, বয়রাগাদি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার ম্বার সোহাগ মিতা, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার মুন্সি, ফুল পাখি নদী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।