ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম লুকে বুবলীর চেহারায় আতঙ্ক!

বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ক্যারিয়ারের প্রথম কলকাতার সিনেমার প্রথম লুক প্রকাশ হয়েছে। এর আগে চরিত্রের লুক প্রকাশ হয়, সেই সঙ্গে সামনে এসেছে এই সিনেমায় তার দুই সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাসের লুকও।

আজ শুক্রবার সিনেমাটির প্রথম লুক অর্থাৎ প্রকাশ হয়, যেখানে বুবলীকে দেখা যায় কৌশিক গাঙ্গুলির সঙ্গে। পোস্টারে দুজনকে দেখা যায় আতঙ্কিত চেরহারায়। বিশেষ করে বুবলীর মুখের রেখায় ভয় ফুটে উঠেছে, কৌশিক গাঙ্গুলি ত্রাতা হিসেবে তার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন।

ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে ১০ বছর ধরে প্রেম করছেন তাপসীব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে ১০ বছর ধরে প্রেম করছেন তাপসী
ভারতীয় গণমাধ্যম বলছে— বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম অঞ্জন, ডিকে এবং শ্বেতা। ‘ফ্ল্যাশব্যাক’ পরিচালনা করছেন রাশেদ রাহা।

সিনেমার শুটিংয়ের কাজে গত ৭ জানুয়ারি কলকাতায় উড়াল দিয়েছেন বুবলী। এরই মধ্যে কলকাতা পর্বের শুটিং শেষ হয়েছে, পরবর্তী শুটিং হবে পশ্চিমবঙ্গের জল্পাইগুড়ি জেলার ডুয়ার্সে।