ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার পৌরসভা নির্বাচন:নৌকার মেয়রপ্রার্থী মাহবুবের প্রার্থীতা বাতিলের আবেদন

বিশেষ প্রতিবেদক:সিএনএন বাংলা২৪:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর প্রার্থীতা বাতিলের আবেদন জানিয়েছেন অপর মেয়রপ্রার্থী মাশেদুল হক রাশেদ।

রোববার রাতে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনের নিকট লিখিত এক আবেদনে নারকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী মাশেদুল হক রাশেদ বলেন- ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী প্রতিনিয়ত এমপি কমলসহ আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। বিভিন্ন কেন্দ্রে গিয়ে নারকেল গাছ প্রতীকে ভোট না দিতে ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন ও ভয়ভীতি প্রদর্শন করছেন’।

আবেদনে এসবের অডিও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন মেয়রপ্রার্থী রাশেদ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪:

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট