ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

অনলাইন বাংলা :

গোপালগঞ্জের বিজয়পাশায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

বুধবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয়- খুলনার ডুমুরিয়ার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) ও রূপসার মিজান শেখ (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল হাসেম মজুমদার বলেন, ‘বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বিজয়পাশা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’