ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরি ডুবি

নিজস্ব প্রতিনিধি :

ঘন কুয়াশায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে যায়।

বুধবার সকাল ৮টা ১৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানা যায়, খবর পেয়ে ৮টা ২৩ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট কাজ করছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে গমন করেছে। এখন পর্যন্ত ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।