ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সম্মানিত বোধ করছি’ টিকটকের কার্যালয় ঘুরে অপূর্ব

বিনোদন ডেস্ক :
ছুটি কাটাতে দুবাইয়ে গেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে টিকটকের প্রধান কার্যালয়ে ঘুরে মুগ্ধ এই অভিনেতা।

সামাজিকমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে এমনটিউ জানিয়েছেন ছোট পর্দার এই সুপারস্টার।
টিকটক কার্যালয় ঘোরার ছবি পোস্ট করে অপূর্ব লেখেন, এই চমৎকার পরিবেশে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহুর্ত ছিল। তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা। আবার দেখা হবে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত টেলিফিল্ম ‘পথে হলো দেরী’। মুক্তির পর বেশ আলোচিত ও দর্শকপ্রিয় হয়ে উঠেছে এটি। উঠে এসেছে ইউটিউবের ট্রেন্ডিং-এ।

এদিকে, চলতি বছরে মুক্তি পেতে পারে অপূর্ব অভিনীত পশ্চিমবঙ্গের ‘চালচিত্র’ নামের সিনেমা। এছাড়াও নতুন সিনেমা ও ওয়েবের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। দেশে ফিরেই যোগ দেবেন নতুন কাজে।