ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হ্যাটট্রিক বিজয়ে শরিফ আহম্মেদকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

মাসুদ রানা (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি:

টানা তৃতীয় বারের মতো নৌকার মাঝি হিসেবে ১৪৭- ময়মনসিংহ -২ ফুলপুর -তারাকান্দা আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শরিফ আহম্মেদ।

ফুলপুর – তারাকান্দার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আনন্দে উচ্চসিত হয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে ভীড় জমাচ্ছেন। গত ৭ ই জানুয়ারি ময়মনসিংহ -২ আসনে মোট ১৭৪ টি কেন্দ্রে শরিফ আহম্মেদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৪৩১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য শাহ্ শহীদ সারোয়ার ( সাবেক সংসদ সদস্য) ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ১৫ ভোট।

তিনি ময়মনসিংহ -২ আসনে ৫ বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা একুশে পদক প্রাপ্ত ( মরনোওর) এম শামসুল হক এর পুত্র।

২০১৪ ,২০১৮ সালে বিপুল ভোটে বিজয়ী হন । গত মেয়াদে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এরপর গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান বলেন, আমাদের ফুলপুর – তারাকান্দার অভিভাবক শরিফ আহম্মেদ কে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করে আমরা প্রমান করেছি ফুলপুর – তারাকান্দা উপজেলার জনগণ নৌকা কে কত ভালোবাসেন।