ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শপথ নিচ্ছেন না জাপার এমপিরা, বৈঠকের পর সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি :

আগামীকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন না। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জাপার নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাল আমরা শপথ নিচ্ছি না। পরশু সকাল ১১টায় আমরা বৈঠকে বসব।

চুন্নু জানান, ‘পরশু (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে শপথের বিষয়টি।’

এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাপা ১১ আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও কল্যাণ পার্টির একজন করে জয়ী হয়েছেন।

এর আগে আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কমকর্তারা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।