ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রওশনপন্থি প্রার্থীকে নিয়ে কাদেরপন্থি প্রার্থীর অভিযোগ

সিএনএন বাংলা২৪,ডেস্কঃ

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা নিয়ে জাতীয় পার্টির ভেতরে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এ নির্বাচনের জন্য আলাদাভাবে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং বিরোধী দলের নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থি দুই নেতা।

জি এম কাদের পন্থি জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিছুর রহমান বলেছেন, রওশনপন্থী প্রার্থী যথাযথ প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন পাননি।

আজ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমার শেষ দিনে আগারগাঁওয়ে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এর আগে, গতকাল জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মামুনুর রশিদ তার মনোনয়নপত্র জমা দেন।

 

আনিছুর রহমান বলেন, দলীয় প্রার্থীর বিষয়ে দলীয় কাগজপত্র জমা দিতে হয়। জাপা চেয়ারম্যানের নেতৃত্বে যথাযথ প্রক্রিয়া মেনে জমা দিয়েছি, আরেকজন যথাযথ প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন পাননি। দলীয় প্রার্থী হতে হলে দলের সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র দিতে হয়।

 

রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খান সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রোববার আইন বিধি পর্যালোচনা করে যাচাই-বাছাইয়ের দিন জানানো যাবে। এ নির্বাচন উপলক্ষ্যে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিকেল ৩টা পর্যন্ত ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ২৫ জুন পর্যন্ত। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সবশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে ৷

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪