ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক,সিএনএন বাংলা২৪

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও অন্তঃসারশূন্য বলে আখ্যায়িত করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রীর উত্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী হিসেবে অভিহিত করেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

তারা বলেন, ঋণনির্ভর এ বিশাল ঘাটতি বাজেটে সাধারণ জনগণের কোনো কল্যাণ হবে না। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে।

তারা আরও বলেন, বিশেষ করে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নেবে। এতে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। বিদেশ থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি টাকা। বাজেট ব্যয়ের বিশাল অংশ খরচ হবে ঋণের সুদ পরিশোধে। বাজেট ব্যয়ের দ্বিতীয় বৃহত্তর খাত হচ্ছে সুদ পরিশোধ।

ঘুষ-দুর্নীতি বন্ধ, বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা, মূল্যস্ফীতি রোধ ও প্রস্তাবিত বাজেটে আরোপিত সব ধরনের বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান খেলাফত মজলিসের নেতারা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪