আলমগীর হোসেন, খাগড়াছড়ি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির পানছড়িতে বড় পানছড়ি দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গেলে ৪ জনকে হাতেনাতে ধরেছে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান।
আটকৃতরা হলো ফাতেমা নগর এলাকার মো: সাগরের সন্তান মো: সওকত (২০), আব্দুল হকের সন্তান জাহিদ হাসান(১৮), মৃত.ইয়াকুব আলীর সন্তান মো:হালিম(২০) ও মো:শাজাহানের সন্তান মো:কূল মিয়া(২২)।
দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান জাল ভোটের অভিযোগে তাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।