ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের সাথে আ.লীগপ্রার্থী মোতাহারের মতবিনিময়

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রাম-১২ আসনে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন সবার জন্য বাসযোগ্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। যার ধারা এগিয়ে নেওয়ার পাশপাশি মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদান সহ মাসে মাসে ভাতা ও নানা দিবসে বিশেষ সম্মান দিয়ে যে গৌরবের আসনে অভিষিক্ত করেছেন তা স্বাধীনতার পরে কোন সরকার করেনি। তাই মুক্তিযোদ্ধাদের আত্ম মর্যাদা ও সম্মান ধরে রাখার জন্য পটিয়াবাসীকে প্রদত্ত নৌকাকে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

 

তিনি আরো বলেন, নৌকা আমাদের মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক। এ নৌকার সাথে যাতে কেউ বেঈমানী করতে না পারে সেজন্য সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহল্লায় মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মহিউদ্দিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা (অবঃ) প্রফেসর আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। এতে দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।