ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক , ঢাকা:

নির্বাচন ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কেউ যেন বিজয় ছিনিয়ে না নিতে পারে।

তিনি আজ শনিবার (৬ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে আবার সরকার গঠন করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের অভিমুখে নেতৃত্ব দেবেন। আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনের পরেও নাশকতা চালিয়ে যেতে পারে। এর কঠোর জবাব দিতে হবে। নির্বাচন হয়ে যাক, কোনো সন্ত্রাসী পার পাবে না। তাদের বিচার হবে। সন্ত্রাসী কার্যক্রম চালালে বিএনপিকে কোথাও দাঁড়াতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের আরও বলেন, বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক যারা এসেছেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। আজ যে অপশক্তি নির্বাচন বর্জন করেছে, তাদের সন্ত্রাসী চরিত্রের প্রমাণ দেখা যাচ্ছে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের কাছে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণও করেন তিনি।

আমির / সিএনএন বাংলা২৪