ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদরাসায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

 

নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেরাত, হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৮ টায় মাদ্রাসা মিলনায়তনে ছাত্রছাত্রীদের মাঝে কেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছৈয়দ হোসাইন।
প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আলম।

তিনি বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দলমত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার অসাধারণ ক্ষমতার কথা তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ছৈয়দ হোসেন বলেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো- এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।

এসময় তিনি স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে শিক্ষাবান্ধব এই সরকার ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির উন্নয়নের কথা তুলে ধরেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন, ছাত্র অভিভাবক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, আরবি প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষক তাজ উদ্দিন।

 

অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইজ্জত আলী।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪