ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি-জামায়াত আবারো আগুন দিয়ে মানুষ হত্যা করছে : নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে।

শনিবার (৬ জানুয়ারি) ধানমন্ডিতে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি ৷

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের জনমতের প্রতি শ্রদ্ধা আছে। জনগণের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই, তাই তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ও হতাহতের ঘটনা প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আগুন সন্ত্রাস মানুষকে সাময়িক বাধা দিলেও তারা ভোটাধিকার নিয়ে সচেতন বলেই ভোট কেন্দ্রে যাবেন।

তিনি বলেন, যারা দেশের নাশকতার রাজনীতি করে সেই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে। এতেও থেমে না থেকে করছে মিথ্যাচার, চলছে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে দেওয়ার অপচেষ্টা।