ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় র‌্যাব’র অভিযানে সন্ত্রাসী লম্বা মিজান ও জাহেদ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

 

কক্সবাজারে চকরিয়ায় হত্যামামলার আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপর অতর্কিত হামলার ঘটনায় দুইজন আসামি গ্রেফতার করেছে র‌্যাব।

 

গ্রেফতাররা হলো, চকরিয়া পৌরসভার করাইয়াঘোনার মৃত বাদশা মিয়ার পুত্র মিজানুর রহমান ওরফে লম্বা মিজান (৩২) এবং একই উপজেলার মানিকপুর এলাকার মৃত মনোহর আলম শিকদারের পুত্র জাহেদ সিকদার ওরফে জাহেদ ডাকাত (৩৭)।

 

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে।

 

চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা ও মানিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জানুয়ারি) পৃথক ওই অভিযান পরিচালনা করে। গ্রেফতার আসামীদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।