ই-পেপার | শনিবার , ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধাণমন্ত্রী শেখ হাসিনার  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামণায় ইফতার সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামণায় মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকা তথা সিরাজদিখান-শ্রীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদ মাদরাসায় ইফতারয় সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রজন্ম বিক্রমপুরের উপদেষ্টা আব্দুল্লাহ আল নোমান শামীমের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর জামি’আ এমদাদিয়া মাদ্রাসা মসজিদ, সৈয়দপুর বেপারী বাড়ি জামে মসজিদ, সৈয়দপুর শাহী জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ ও আয়েশা সিদ্দিকা জামে মসজিদে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজানগর ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান, মাওলানা বশীর আহমেদ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসলাম খান, শফিকুল ইসলাম তারেক, সাব্বির সিকদার প্রমুখ। উল্লেখ্য পবিত্র রমজান মাস জুড়ে মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকা তথা সিরাজদিখান-শ্রীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদ মাদ্রাসায় ইফতার মাহফিল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রজন্ম বিক্রমপুরের উপদেষ্টা আব্দুল্লাহ আল নোমান শামীম।