ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‌‘প্রেস’ লেখা জ্যাকেট পরে ঘুরে ঘুরে গাড়িতে আগুন দেয় তারা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

গাড়িতে আগুন দেয়া ভেস্ট পরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের অন্যতম সহযোগী মহিউদ্দিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত ২৮ অক্টোবর মহিউদ্দিনকে একাধিক গাড়িতে আগুন দিতে দেখা গেছে।পুলিশ বলছে, যুবদল নেতা নয়নের পরিকল্পনা ও নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেয়া হয়েছিলো সেদিন।

 

২৮ অক্টোবর বিকাল পৌনে ৪টার দিকে মালিবাগ ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই বাসে আগুনের ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটির যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ‌‘প্রেস’ লেখা একটি বুলেট প্রুফ জ্যাকেট পরে বাসটির পাশে ঘুরছেন। তার হাতে একটি লাঠি। সঙ্গে বেশ কয়েকজন যুবক। এর মধ্যে একজন যুবক পেট্রোলসহ একটি বোতল গাড়ির ভেতরে ছুড়ে মারে। ওই যুবকের নাম মহিউদ্দিন হৃদয়।যুবদল নেতা নয়নের সঙ্গে সেদিন ঘুরে ঘুরে একাধিক বাসে আগুন দিতে দেখা যায় তাকে। নয়ন ও তার সহযোগীরা ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসে আগুন দেয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ।

 

রোববার (৫ নভেম্বর) দপুরে এক বিফ্রিংয়ে তিনি জানান, রাজধানী থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার করা হয়েছে সেই মোটরসাইকেল এবং হেলমেট। এছাড়া তার কাছ থেকে পেট্রোল ও গানপাউডার উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, যুবদল নেতা নয়নের পরিকল্পনা ও নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেয়া হয়েছিলো। নয়নসহ আগুন দেয়ার ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে ডিবি। হারুন অর রশীদ বলেন, অবরোধে যারা বাসে আগুন দিচ্ছে তারা সবাই চিহ্নিত। কাউকে ছাড় দেয়া হবে না।

সিএনএন বাংলা২৪