ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরানগঞ্জে নতুন মাটির রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এর দিকনির্দেশনায় স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী মেম্বারের উদ্যোগে গ্রামবাসী পেয়েছে তাদের স্বপ্নের রাস্তা। নতুন রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী।
গ্রামটির অর্ধশতাধিক পরিবারে প্রায় দুই শতাধিক লোকের বসবাস। তবে গ্রামটিতে প্রবেশের কোনো রাস্তা না থাকায় স্থানীয়দের মানুষের বাড়ির উপর দিয়ে গ্রামে প্রবেশ করতে হতো। বিগত বছরগুলোতে কোনো জনপ্রতিনিধিরাও রাস্তাটি করার ব্যাপারে কোন পদক্ষেপ নেননি বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।
এলাকাবাসী জানান, রাস্তা না থাকায় গ্রামের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য নিয়ে যেতে নানা সমস্যায় পড়তে হতো তাদের। এমনকি কেউ মারা গেলেও লাশ বের করার মতোও রাস্তা ছিল না। ছেলে-মেয়েদের বিদ্যালয়ে যেতে পড়তে হতো নানা প্রতিবন্ধকতার মধ্যে। বর্ষা মৌসূমে চলাচলের দুর্ভোগ বেড়ে যেত দ্বিগুন।
সামান্য বৃষ্টি হলেই শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হতো। কিন্ত উন্নয়নে বদলে গেছে গ্রামের বর্তমান চিত্র। দীর্ঘদিন পরে প্রত্যাশিত রাস্তাটি হওয়ায় তারা সহজইে চলাচল করতে পারছেন। নতুন রাস্তা পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসী।