ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ি হাজি এমএ কালাম সরকারি কলেজের অধ্যক্ষের সম্মাননা ও বিদায়

নিজস্ব প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারী কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলামকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস।

এদিন সকাল ১১ টায় কলেজ অডিটরিয়ামের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাফর আলম।

এতে প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: জাকারিয়া। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজউদ্দিন কাদেরী, কলেজের অন্যতম উদ্যোক্তা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান, ড. মহিউদ্দিন, কলেজের কমিটির প্রাক্তন সদস্য উফোসা মার্মা, এডভোকেট ফরিদ উদ্দিন, প্রাক্তন উপাধ্যক্ষ বশির আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, কলেজের সিনিয়র অধ্যাপক এমদাদুল্লাহ মো: ওসমান, অধ্যাপক মো: জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মো:শাহ আলম ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল। সভা সঞ্চালনা করেন অধ্যাপক নিলুৎফল বড়ুয়া।

সভা শেষে বিদায়ী এ শিক্ষককে কলেজ কর্তৃপক্ষ, কলেজ শিক্ষক পরিষদ ও কর্মচারীদের পক্ষ থেকে পৃথকভাবে সম্মাননা তুলে দেন সংশ্লিষ্টরা।

কলেজটিতে যোগদানের আগে তিনি চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া আলিম মাদরাসায় আরবী প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।