ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠলো পোকখালী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা

কক্সবাজার অফিস :

বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠেছে কক্সবাজারের পোকখালী আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীরা।

জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের প্রাণকেন্দ্রে গড়ে উঠা স্কুলটিতে সোমবার (১ জানুয়ারি) সকাল দশটায় অনুষ্ঠিত হয় ‘বই উৎসব’।

স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আবুবকরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্কুলের দাতা সদস্য রফিক আহমদ, এসএমসি সদস্য মায়মুন আল রশিদ ও সাংবাদিক তৌহিদ বেলাল।

এসময় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক মোহাম্মদ রুবেল উদ্দিন, এম রফিক উদ্দিন, শাকিল মোহাম্মদ, এমদাদ উল্লাহ, মিজানুর রহমান, মহি উদ্দিন, রুস্তম উদ্দিন, রায়হান উদ্দিন, মোহাম্মদ রুহুল আমিন, হামিদা বেগম, মনজিয়ারা বেগম ও নুরুল আলম।

বই উৎসবে নার্সারি শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট