ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক :

কক্সবাজার জেলা প্রেসক্লাব কর্তৃক অনুমোদিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর নির্দেশক্রমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন টেকনাফ উপজেলার একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার।

তফসিল সূত্রে জানা যায়, ১৭-২০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
২১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। এরপর ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার করা হবে।

২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২ ডিসেম্বর প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট প্রদান অনুষ্ঠিত হবে।

একইদিনে গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নিবার্চন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সদস্যরা মোট তের পদে নির্দিষ্ট জামানত প্রদান করে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।