ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুমধুমে ইয়াবাসহ দুই উপজাতি নারী মাদক কারবারি আটক

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ‍্যংছড়ি :

 

বান্দরবান জেলার নাইক্ষ‍্যংছড়ির বাইশফাঁড়ি থেকে ২০ হাজার পিচ ইয়াবাসহ ২ উপজাতি নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে টহল কমান্ডার নায়েক মোঃ মোশফিকুর রহমানের নেতৃত্বে দলটি ৩৪ পিলারের নিকটবর্তী তুমব্রু বিওপির চেকপোস্টের পশ্চিম কূল থেকে এ ইয়াবার চালান জব্দ করে ৩৪ বিজিবি জোয়ানরা।

 

বিজিবি জানায়,তারা খবর পান ২ জন উপজাতি তরুনী মিয়ানমার থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করছে। খবর পেয়ে টহল দলটি অভিযান চালিয়ে এদের আটক করে।
আটক মায়া তংচংগা (১৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী গ্রামের বাসিন্দা। অপর জন হলো: জয়ন মালা তংচংগ্যা (১৫) একই গ্রামের রাংগাইয়া তংচংগ্যার মেয়ে।

 

সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত হওয়ায় এলাকার অনেকেই স্থানীয় প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে ইয়াবা ব‍্যবসা করে আসছে। সীমান্ত জুড়ে অনেক দুর্গম পয়েন্ট থাকায় স্থানীয় চোরাচালানে জড়িতরা ইয়াবা, বিভিন্ন সিগারেট, হরেক প্রকার মদ, সুপারিসহ আরো অনেক ধরণের মালামাল বাংলাদেশের অভ‍্যন্তরে এনে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে। তবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট