ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে বহিষ্কৃত বিডিআর সদস্য ইয়াবাসহ আটক

ওসমান হোসাইন, কর্ণফুলী:

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক চেকপোষ্টে শনিবার (১৫ জুলাই ) ১৮শ’ ৫০পিস ইয়াবা ট‍্যাবলেটসহ বিজিবির বহিষ্কৃত এক সদস্যকে আটক করেছে কর্ণফুলী থানার পুলিশ।

 

আটককৃত মাদক পাচারকারী সিলেট সদর জেলার আখালিয়া এলাকার মৃত আকরাম শেখের ছেলে মোঃ রেজাউল ইসলাম (৪৮)। আটক রেজাউল ইসলামের সাথে কথা বলে জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত হয়েছেন রেজাউল।

 

কর্ণফুলী থানার চেকপোষ্টে দায়িত্বরত এসআই আবদুল্লাহ আল নোমান জানান, শনিবার (১৫জুলাই) বিকালে মইজ্জ্যারটেক চেকপোষ্টে সামনে যাওয়ার পথে সন্দেহজনক হওয়ায় পুলিশ তল্লাশি করলে প‍্যান্টের পকেটে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়! প্যাকেট খুলে ১৮শ’ ৫০পিস ইয়াবা ট‍্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটক মোঃ রেজাউল ইসলাম (৪৮) ইতি পূর্বে আরও কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল বলে জানান।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, ইয়াবা ট‍্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে কর্ণফুলী থানার পুলিশ। কর্ণফুলী থানায় মাদক দ্রুব নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আদলতে প্রেরণ করা হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪