ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী সুমনের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

হোসেন বাবলা, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ডের আঃ মাবুদ সওদাগরের পুরাতন বাড়ির সামনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের কেটলি মার্কার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কেটলি মার্কার সমর্থক ও স্থানীয় বাসিন্দা আলী নেওয়াজ, মোঃ মোক্তার হোসেন, মোঃ কাজল।

এ বিষয়ে আলী নেওয়াজ জানান, রাত ৩টা পর্যন্ত নির্বাচনী কার্যালয়ে ব্যানার, ফেস্টুন ও পোষ্টার লাগানো শেষ করে গভীর রাতে বাসায় গিয়ে ঘুমিয়েছি। এর কিছুক্ষণ পর এক লোক বাসায় খবর দেন আমাদের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইপিজেড থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।