ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকছড়ি কিশোরী ধর্ষন, ধর্ষক আটক

(খাগড়াছড়ি), প্রতিনিধি :

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন পান্নাবিল এলাকায় ২৬ ডিসেম্বর রাতে কিশোরী (১৪)ভোলাইয়া পাড়া এলাকার ওমর ফারুকের ছেলে মোঃ হাবিবুর রহমান হাফিজ(১৯) কর্তৃক ধর্ষণের শিকার হন।

ঘটনার পর ভিকটিমের মামা মোঃ রুবেল হোসেন বাদী হয়ে ২৭ ডিসেম্বর মামলা রুজু করেন।

মানিকছড়ি থানা পুলিশ আসামী গ্রেফাতার করে। মামলার আরজি ও তদন্তকারী কর্মকর্তা বলেন ভিকটিমের সাথে ডিসিপার্কে পরিচয় হওয়ার পর মোবাই ফোনে তাদের যোগাযোগ চলে, পরে ২৫ ডিসেম্বর আসামী হাবিবুর রহমান হাফিজ কিশোরী(১৪) নানির বাড়ীতে গিয়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে।

২৬ ডিসেম্বর রাতে আসামী হাবিবুর রহমান হাফিজ(১৯) আবার কিশোরীর নানার বাড়ীতে গেলে এলাকার লোকজন তাকে ধরে পুলিশে দেয়। ২৭ ডিসেম্বর মামলা রুজু হলে আসামীকে আদালতে সোপর্দ করা হয়।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ইকবার উদ্দি জানান মামলা রুজু হওয়ার পর আসামীকে আদালতে পাঠানো হয়।