ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীর ১৬ স্থানে ‘রেডি টু কুক ফিশ’ বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক:

কর্মজীবী নারীদের রান্না সহজ করতে ‘রেডি টু কুক ফিশ’ বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ১৬টি স্থানে বৃহস্পতিবার থেকে ‘রেডি টু কুক ফিশ’ পাওয়া যাবে। বুধবার (১৩ মার্চ) মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বিপণন কার্যক্রমের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী নারীদের রান্না সহজ করার জন্য ‘রেডি টু কুক ফিশ’ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের দিকনির্দেশনা দেন। সে জন্য বিএফডিসি ‘রেডি টু কুক ফিশ’ প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে। এই কার্যক্রম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘রেডি টু কুক ফিশ’ এর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো স্বাদ ও খাদ্যমান বজায় রাখা। তবে বিএফডিসি থেকে যেসব মাছ ‘রেডি টু কুক’ হিসেবে বিপণন করা হবে, তা অত্যন্ত মানসম্মত।

 

এদিকে মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নানা উদ্যোগের ফলে নারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন। ফলে তাদের জীবনযাত্রা সহজ করার জন্য বিএফডিসি রেডি ফিশ খুবই ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।

 

এতে জানানো হয়, ভ্রাম্যমাণ ১৬টি স্থান ছাড়াও তিনটি স্থানে স্থায়ীভাবে এই মাছ বিক্রি করা হবে। সেগুলো হলো- কারওয়ানবাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্যবিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র ও চট্টগ্রাম মৎস্য বন্দর।

 

যে ১৬ স্থানে পাওয়া যাবে: মহাখালী ডিওএইচএস, ২৭ নম্বর রোড, নেভি হেডকোয়ার্টার ও গুলশান (আজাদ মসজিদ-সংলগ্ন), সচিবালয়ের দক্ষিণ গেট, মিরপুর ডিওএইচএস, মিরপুর, স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ধানমন্ডি ৬ নম্বর, আজিমপুর কলোনি, আজিমপুর, লেডিস ক্লাব, ইস্কাটন, সচিব কোয়ার্টার, ইস্কাটন (বুধবার ও শনিবার), দুদক অফিস, সেগুনবাগিচা, এজিবি কলোনি, মতিঝিল, শংকর, ধানমন্ডি, সেচভবন, মানিক মিয়া অ্যাভিনিউ (শুক্রবার ও শনিবার), ধানমন্ডি ২৮, ও মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এবং মোহাম্মদপুর।