ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক , কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবেলট, ১টি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্, শাহপরীর দ্বীপ বাজার পাড়ার মৃত মৌলভী দলিলুর রহমানের ছেলে আসাদুল্লাহ (৩০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার সকাল ৭টার দিকে তারই নেতৃত্বে টেকনাফ মডেল থানার এসআই সুদর্শন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালে সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্ত্বর এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে ১ ব্যক্তি ১টি কালো রংয়ের প্রাইভেটকারযোগে যাওয়ার সময় সন্দেহজনকভাবে গাড়িটি তল্লাশি করার জন্য সিগন্যাল দিলে ১ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আসাদুল্লাহকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশীকালে গাড়িতে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বাহির করে দেয়। উদ্ধারকৃত ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।