ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাইনে গ্যাস আসায় নিয়ন্ত্রণে আসছে না ওয়ারীর আগুন

নিজস্ব প্রতিবেদক,সিএনএন বাংলা২৪:

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লাইনে লাগা আগুন আড়াই ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তা নিয়ন্ত্রণে ফায়ারের ৬টি ইউনিট কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৬ জুন) দিনগত মধ্যরাত ২টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যা বুধবার (৭ জুন) ভোর ৫টার সময়ও নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ারের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, তিতাসের লাইন দিয়ে এখনো গ্যাস আসছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আসছে না। গ্যাস সরবরাহ বন্ধ না হওয়া পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আসতে অনেক সময় লাগবে। গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য তিতাসকে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাস্তার মধ্যে গ্যাস লাইন লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তিতাসকে খবর দেওয়া হয়েছে। তিতাস এসে লাইনে গ্যাসের সরবরাহ বন্ধ না করা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক বেগ পেতে হতে পারে। আপাতত কোনো ভবনে আগুন ছড়িয়ে পড়েনি। এছাড়া আগুন যেন কোনো ভবনে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে ফায়ার সার্ভিস কাজ করছে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: