ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটের চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

সালেহ আহমদ :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসুচি পালন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পালের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহমান (নুনু)।
সহকারি শিক্ষক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শহীদ বুদ্ধিজীবি ডক্টর মুক্তাদির একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা দে, খালেদা বেগম, রিভা রাণী পাল, নীলিমা সিংহ, রূপালী রানী সরকার, রুমি বেগম, মধুমিতা চক্রবর্তী, নাহিদা আক্তার এ্যানি।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।