ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি দেলোয়ার মুহাম্মদ শোকসভা উদযাপন কমিটি গঠিত

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

বাংলাদেশ পোয়েটস ক্লাবের নির্বাহী পরিচালক অকাল প্রয়াত ইতালি প্রবাসী কবি দেলোয়ার মুহাম্মদ স্মরণে শোকসভা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে আটটায় সিলেট নগরীর দরগাহ মহল্লা কাজী অফিসে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতমের পরিচালনায় আগামী ১৭ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্য প্রয়াত কবি দেলোয়ার মুহাম্মদ এর শোকসভা পালন উপলক্ষে শোকসভা উদযাপন কমিটি গঠন করা হয়।

 

কবি ধ্রুব গৌতমের প্রস্তাবে ও কবি ও সাংবাদিক হৃষীকেশ রায় শংকরের সমর্থনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আহ্বায়ক ও সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহীকে সদস্য সচিব করে বাংলাদেশ পোয়েটস ক্লাবের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সমন্বয়ে ৪৩ সদস্য বিশিষ্ট কবি দেলোয়ার মুহাম্মদ শোকসভা উদযাপন কমিটি গঠন করা হয়।

 

কমিটির সদস্যরা হলেন, সাংবাদিক হৃষীকেশ রায় শংকর (পরিচালক), কবি নাহিদ রোকসানা (মহাপরিচালক), কবি ড. শহীদুল্লাহ আনসারী (ভাইস চেয়ারম্যান), কবি ধ্রুব গৌতম (সভাপতি- সিলেট মহানগর কমিটি), কবি অধ্যাপক সিরাজুল হক (সভাপতি- সিলেট জেলা কমিটি), কবি কামাল আহমদ (সাধারণ সম্পাদক- সিলেট জেলা কমিটি), কবি শামীমা আক্তার ঝিনু (সহ-সভাপতি- সিলেট মহানগর কমিটি), গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার (কেন্দ্রীয় সমন্বয়ক), কবি ছামির মাহমুদ (সিনিয়র সহ-সভাপতি- সিলেট জেলা কমিটি), গল্পকার শান্তা গুপ্তা (সাংগঠনিক সম্পাদক- সিলেট মহানগর কমিটি), কবি কাওসার ইমরান (সহ-সভাপতি- সিলেট জেলা কমিটি), কবি এম এ লাহিন (সহ-সভাপতি- সিলেট জেলা কমিটি), কবি মিয়া আসলাম প্রধান (যুগ্ম সাধারণ সম্পাদক- ঢাকা মহানগর কমিটি), কবি নিলুপা ইসলাম নিলু (সভাপতি- হবিগঞ্জ জেলা কমিটি), কবি সালেহ আহমদ (স’লিপক) (সভাপতি- মৌলভীবাজার জেলা কমিটি), কবি আব্দুল আজিজ চৌধুরী (সভাপতি- সুনামগঞ্জ জেলা কমিটি), কবি এম গৌছুজ্জামান চৌধুরী (সাধারণ সম্পাদক- হবিগঞ্জ জেলা কমিটি), কবি এম এ আলী জালালাবাদী (নির্বাহী সদস্য), কবি মিফতাহ উদ্দিন লাভলু (সাংগঠনিক সম্পাদক- সিলেট জেলা কমিটি), কন্ঠশিল্পী বাউল বিরহী কালা মিয়া (সাংস্কৃতিক সম্পাদক- সিলেট জেলা কমিটি), ক্ষ্যাপা বাউল সারোয়ার (সাংস্কৃতিক সম্পাদক- সিলেট মহানগর কমিটি), কবি সঞ্জয় নাথ সঞ্জু (সিনিয়র সহ-সভাপতি- সিলেট মহানগর কমিটি), সাংবাদিক সুমন কুমার দাশ (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি), কবি আনোয়ারা হোসেন মিসবাহ (সহ-সভাপতি- সিলেট মহানগর কমিটি), কবি তালেব হোসেন (সহ-সাধারণ সম্পাদক- সিলেট জেলা কমিটি), কবি আহমাদ সেলিম (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি), কবি এম এ ওয়াহিদ চৌধুরী (সহ-সাধারণ সম্পাদক- সিলেট জেলা কমিটি), কবি তারেশ কান্তি তালুকদার (সহ-সভাপতি- সিলেট মহানগর কমিটি), কবি শফিকুর রহমান চৌধুরী (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি), কবি আতাউর রহমান বঙ্গী (প্রচার ও প্রকাশনা সম্পাদক- সিলেট জেলা কমিটি), কবি মিজান মুহাম্মদ (সাংগঠনিক সম্পাদক- হবিগঞ্জ জেলা কমিটি), কবি মোঃ নূরুল ইসলাম (সহ-সাধারণ সম্পাদক- সিলেট মহানগর কমিটি), সাংবাদিক বিলকিস আক্তার সুমি (মহিলা বিষয়ক সম্পাদক- সিলেট জেলা কমিটি), কবি সাদিক হোসেন এপলু (সহ-সাংগঠনিক সম্পাদক- সিলেট জেলা কমিটি), কাজী মোজাম্মীল উদ্দিন (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি), মাসুদ রানা চৌধুরী (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি), প্রকাশক কামাল আহমদ (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি), রিপন মিয়া (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি), গীতিকবি হরিপদ চন্দ (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি), সাংবাদিক এমরান ফয়ছল (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি) ও নওশাদ আহমেদ মাহবুব (নির্বাহী সদস্য- সিলেট জেলা কমিটি)।সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, কবি কামাল আহমদ, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কবি শামীমা আক্তার ঝিনু, রিপন মিয়া, সাদেক হোসেন এপলু প্রমুখ।

সিএনএন বাংলা২৪