ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া কলেজে বিজ্ঞান ভবন উদ্বোধন করলেন হুইপ শামসুল হক চৌধুরী

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, যেই জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। তাই আমাদের দেশকে উন্নত, সমৃদ্ধ রাষ্ট্রের পর এখন স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরন্তর কাজ করে যাচ্ছেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পটিয়ার সব শিক্ষা প্রতিষ্টানে নতুন ভবনসহ মান সম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এ সরকারের নানা অবদান তুলে ধরে বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার সরকার সারা বাংলাদেশে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করেছেন। শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, কৃষি, স্বাস্থ্য, মৎস ও প্রযুক্তি সহ সব ক্ষেত্রে বিগত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি বিধায় উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের রাজনীতির পাশপাশি লেখাপড়ায় মনযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, শিক্ষা সব জায়গায় হচ্ছে। কিন্তু সুশিক্ষা হচ্ছে না। তিনি শিক্ষা জীবনের স্বার্নালী সময় হেলায় না কাটিয়ে জীবনের শক্ত ভীত রচনায় শিক্ষকদের গাইড লাইন অনুসরনের উপর গুরুত্বারোপ করেন।

 

 

তিনি বলেন, আমাদের সবকিছু আছে, কিন্তু দেশ প্রেমিক নাগরিক এর সংখ্যা খুবই কম।তাই সুশিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের দেশ প্রেমিক আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি শনিবার সকালে পটিয়া সরকারী কলেজের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

 

পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, কলেজের উপাধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক দিদারুল আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খায়রুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সদস্য আবু সালেহ চৌধুরী, পটিয়া উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, সদস্য মিজানুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আবু তৈয়ব সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, কলেজ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল, এস এম তানিম প্রমুখ।

 

প্রধান অতিথি আরো বলেন, কোন সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে পারেনি। একমাত্র শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই তুলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

সিএনএন বাংলা২৪