ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে আদর্শ শিক্ষা নিকেতনে বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলাধীন দক্ষিণ মুহুরীপাড়া আদর্শ শিক্ষা নিকেতন (দাখিল মাদ্রাসা)র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের আলোচনা সভা, র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলমের সভাপতিত্বে ও শিক্ষক আয়াছুর রহমান বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেম্বার লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন। বক্তব্য রাখেন, সমাজসেবক নাছির উদ্দীন ও মোঃ জায়েদ।

এতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আরো নিরলস পরিশ্রম করতে হবে। শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দিতে হবে। তাদের মননে, মেধায়, সৃজনশীলতায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বীজ বপন করতে হবে। সর্বক্ষেত্রে বাংলাকে অগ্রাধিকার দিতে হবে।

শেষে আদর্শ শিক্ষা নিকেতনের সাবেক অধ্যক্ষ, স্থানীয় মসজিদের খতিব মৌলনা আবদুল করিমের মোনাজাতের মাধ্যমে ৩০ লাখ শহীদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

এরপর দুপুর ১২ টায় মাদরাসার দাতা, শিক্ষক, অভিভাক ও শিক্ষানুগীদের সমন্বয়ে অফিসকক্ষে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয় অধ্যক্ষ মোঃ আলমের সভাপতিত্বে। এতে প্রতিষ্টান পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের পরিচালনা পরিষদ গঠিত হয়, যথাযথ বিধি অনুসরণ করে। সকলের সম্মতিতে লিয়াকত আলীকে সভাপতি, সাংবাদিক এইচ এম ফরিদুল আলম শাহীনকে সহসভাপতি ও মোঃ আলমকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। উক্ত বৈঠকে আবদুল করিম ও আয়াছুর রহমান বাদশাহ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় আকবর আহমদকে। অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন মৌলানা মোঃ রিদোয়ান, মোঃ মনিরুল আলম, মোঃ নাছির ও মোঃ নাঈম।শিক্ষানুরাগী হিসাবে অন্তর্ভুক্ত করা হয় মোঃ জায়েদকে।