ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার উদ্বোধন

এস এম জুবাইদ,পেকুয়া :

উপজেলা পর্যায়ে দেশের সর্ব প্রথম ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার উদ্বোধন হল কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২ টায় ফিতা কেটে হাসপাতালের এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মুজিবুর রহমান,ডা: পিয়ালপাল, ডা: মেহেজাবিন, ডা: আব্দুল্লাহ আল নোমান,ডা: এমএ মনসুর, উপসহকারী মেডিকেল অফিসার জিয়াউদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মোস্তাক আহমদসহ হাসপাতালের কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

আরএমও ডা: মজিবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো মহিউদ্দিন মাজেদ চৌধুরীর দীর্ঘ এক বছরের পরিকল্পনায় এই অত্যাধুনিক জরুরী বিভাগ স্থাপিত হল।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের মাধ্যমে রোগীরা গ্রামেই উন্নত চিকিৎসা সুবিধা পাবে এবং চিকিৎসার জন্য শহরে যাত্রার প্রবণতা অনেকটাই কমে আসবে। এতে মানুষের দুর্ভোগ ও চিকিৎসা ব্যয় উভয়ই কমবে। বর্তমান সরকারের আমলেও স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাছাড়া পাচ্ছে বিনামূল্যে এ মাসভিত্তিক ওষুধ সামগ্রী।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, উপজেলা পর্যায়ে প্রথমবারের মত বাংলাদেশে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের এ সেবা কার্যক্রম প্রদান ইউনিসেফের সহযোগিতায় চালু হল পেকুয়া উপজেলায়। এক ছাদের নিচে দুই বেড এইচডিও, দুই বেড অবজারভেশন, এক বেড নিওনেটাল রিসাসিটেশন, আলট্রাসনোগ্রাফী, ব্লাড ট্রান্সফিউশন কর্ণার, মিনি মাইনর সার্জারী কর্ণার, ইসিজি কর্ণার, অটোমেটিক প্রেসার মেজার, প্যাথলজি স্যাম্পল কালেকশন বুথ, গর্ভবতী সহ সকল প্রকার দুর্ঘটনায় আহত রোগীর চিকিৎসার জন্য ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের একাংশের সেবা চালু হল। আগামী জানুয়ারির শেষের দিকে এই সেবা কেন্দ্রের পুরোপুরি সুফল পাবে পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, বাঁশখালী সহ মহেশখালী উপকূলীয় এলাকার মানুষ।

তিনি আরো জানান আগামী জানুয়ারী মাসের শেষের দিকে এ সেন্টারের পুরোপুরি সেবা চালু হবে।