ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আরফানুল হক তার কর্মের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আজ বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর) অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়ায় মেয়র রিফাতকে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত রোববার বিকেলে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। মেয়র রিফাত দীর্ঘ দিন ধরে ফুসফুসে সংক্রমণ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।