ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার :

ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫’র সদস্যরা। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃত ডাকাত চক্রের হেফাজত হতে ১টি রাম দা, ১টি কাঠের হাতলযুক্ত চাকু, ২টি টিপ ছুরি, ২টি ছোট টর্চ্ লাইট, ১টি স্ক্রু ড্রাইভার, ২টি স্মার্ট ফোন, ৬টি বাটন ফোনসহ ৭ হাজার ৮শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদে ১১ ডিসেম্বর র‌্যাবের আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ চারিদিকে দৌঁড়ে পলায়নের চেষ্টাকালে চক্রের ৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- দক্ষিণ মুহুরী পাড়ার হুমায়ন কবির (২৩), মোঃ নুরুল ইসলাম (২৬), মোঃ জাহাঙ্গীর আলম (২৬), ঝিলংজা ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন (২২), নাজির হোসেন নাজু (৩১), ফজল করিম (২৮), মোঃ দেলোয়ার হোসেন (২১), মোঃ আলম (৩৫)। এরা সবাই রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশীয় অস্ত্র-শস্ত্রসহ বিভিন্ন স্থানে একত্রে সমবেত হয়ে স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।