ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে  মহামুনিতে নিজস্ব কার্যালয়ে এয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম শফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, সকল সদস্য উপস্থিত ছিলেন।
২য় অধিবেশনে সমিতির হিসাব নিকাশ পেশ করেন এয়াকুব আলী, এইচএম শফিকুল ইসলাম বক্তব্যে বলেন  সকলের সার্বিক সহযোগিতা আজ ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে সক্ষম হয়েছি। এই সংগঠনের পক্ষ দরিদ্র সদস্যদের এক কালিন অর্থ প্রদান, মেধাবী রিদ্র ছাত্র/ছাত্রীদের সহায়তা,শীতকালিন কম্বল বিতরন,সহ সামাজিক নানা কর্মসুচী গ্রহন করে থাকেন।এই সংগঠনে পক্ষ সকলের সহযোগিতা প্রত্যাসা করেন। সংগঠনের সভাপতি এইচ এম শফিকুল ইসলাম।