ই-পেপার | বুধবার , ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবিধান রক্ষায় ইসলামী ফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে : এমএ মতিন

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত এমপি পদপ্রার্থী ও দলের চেয়ারম্যান এমএ মতিন বলেছেন, ‘সংবিধান রক্ষা ও বিদেশীদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ফ্রন্ট অংশ নিচ্ছে।’

জাতির পিতার কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর প্রদত্ত প্রতিশ্রুতির উপর আস্থা রেখে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশ দিয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস তার কন্যা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশও দেবেন।’

জাতীয় সংসদে একবার প্রতিনিধিত্ব করার জন্য পটিয়াবাসীর কাছে ভোট প্রার্থনা করে বলেন, ‘আমরা সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পাশাপাশি ন্যায়ের শাসন প্রতিষ্ঠাসহ আঞ্চলিকভাবে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাবো।’

ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এমএ মতিন আরো বলেন, ‘পটিয়ার মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যূতামুক্ত পরিবেশসহ বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। আমি জনগনের ভোট নিয়ে জয়ী হতে পারলে পটিয়া তথা দক্ষিণ চট্রগ্রামের মানুষের প্রাণের দাবি জেলা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবো।’ এছাড়া তিনি পটিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রচেষ্টা চালানো হবে বলেও সাংবাদিকদের সামনে তথ্য প্রকাশ করেন।

তিনি পটিয়ায় ইসলামী ফ্রন্টের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার ও এম সোলাইমান ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসাইন, পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সভাপতি সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাষ্টার কামরুদ্দিন, পশ্চিম পরিষদের সভাপতি মাষ্টার জামাল আহমদ, পৌরসভার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম আলকাদেরী, যুবসেনার কেন্দ্রীয় সহসভাপতি জামাল উদ্দীন রব্বানী, ছাত্রসেনার কেদ্রীয় সাংগঠনিক সম্পাদক নুর রায়হান চৌধুরী, ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল উদ্দীন আলমদার, নিজামুল করিম সুজন প্রমুখ।