ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে বন্যহাতির আক্রমণে আহত ২

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

রামুতে লোকালয়ে বন্যহাতির পালের আক্রমণে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার পশ্চিম গনিয়াকাটায় হাতির পাল প্রবেশ করে।

লোকালয় হতে হাতির পাল বনে ফেরাতে কাজ করছে বনবিভাগ,পুলিশ, র‌্যাব, বিজিবিসহ প্রশাসন।

আহতরা হলেন- কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার পশ্চিম গনিয়াকাটার এলাকার রাশেদা বেগম ও মোহাম্মদ জুনাইদ।

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, হাতির পালে দুটি বাচ্চাসহ ছয়টি হাতি দেখা গেছে। বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত হাতির পালটি লোকালয়েই অবস্থান করছে। হাতি দেখতে বিপুল সংখ্যক মানুষ সমাগম হয়েছে। এতে হাতিগুলো আরও ভীতু হয়ে পড়েছে। ঘটনাস্থলে বিজিবি, র‌্যাব, পুলিশ ও বনবিভাগের লোকজন কাজ করছেন। এদের বনে ফেরানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, হাতির আক্রমণে দুজন আহত হয়ে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, হাতির পাল দেখার জন্য অনেক লোকসমাগম হয়েছে। তাদের সরানো কঠিন হয়ে পড়েছে। আমরা ইতোমধ্যে মাইকিং করেছি। মানুষ সরে গেলে আমরা আশা করছি হাতি তাদের নির্দিষ্ট স্থানে চলে যাবে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বন কর্মীরা নিরাপদে হাতি পালটি বনে ফেরাতে চেষ্টা চালাচ্ছে।