ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবরোধের সমর্থনে চট্টগ্রামে শ্রমিক দলের মিছিল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্রব্যমূল্য উর্ধ্বগতি প্রতিরোধের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকাল আটটায় নগরীর খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ, আসাদগঞ্জসহ বিভিন্ন এলাকায় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সদস্য মোঃ রবিউল হোসেন, হালিশহর থানার সদস্য সচিব রফিক উদ্দিন জসিম, বাকলিয়া থানার নেতা আব্দুল বারী, মোহাম্মদ সাগর, কোতোয়ালি থানার মোহাম্মদ বেলাল, মোহাম্মদ জহির প্রমুখ।

এই সময় নেতৃবৃন্দ বলেন, একদলীয়-একতরফা নির্বাচনের মাধ্যমে আবারো স্বৈরাচারী কায়দায় গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে সরকার। তেমনিভাবে গণগ্রেপ্তারও শুরু করেছে। রাজনৈতিক মত পার্থক্য থাকায় বিরোধী রাজনৈতিক নেতাদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। তাই আজকে স্বৈরাশাসকের কারণে দেশের দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে একতরফা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসে গণ অভূত্থান তৈরি করতে হবে।