ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ার শিক্ষার্থী জিহাদ হত্যা ৬ দিন অতিবাহিত হলেও আসামিরা এখনো অধরা

এস এম জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  নিরাপরাধ আসহাবুল করিম জিহাদ হত্যা মামলার ১১ আসামীকে ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছিল। পরে নিহতের পরিবার থানায় এজাহার দিলে ওই আসামীকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে চকরিয়া থানা পুলিশ। তবে হত্যাকান্ডের ঘটনায় মুল মাস্টারমাইন্ড ও চোরাই মোবাইল বেচাকেনার সাথে জড়িত চোর চক্রের শীর্ষ গডফাদার এবং জিহাদ হত্যা মামলার ১নং আসামী নোমানসহ হত্যাকান্ডে জড়িত ১১ আসামী পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে। তাদেরকে গ্রেফতার না পারায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা ও এলাকাবাসীরা।

তবে চকরিয়া থানা পুলিশ বলছেন কলেজ ছাত্র জিহাদের খুনিদের ধরতে মাঠে কাজ চলছে এবং ইতোমধ্যে ১ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে পেকুয়া সিকদার পাড়া থেকে কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসহাবুল করিম জিহাদ (২২) কে। জিহাদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মকছুদল করিমের ছেলে এবং কক্সবাজার সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত ছাত্র ছিলেন। ঘটনার পর গত ৩ ডিসেম্বর নিহত কলেজ ছাত্রের পিতা বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত দেখিয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, নোমান (২৫), পিতা আবদুল হাকিম, মোবারক (২৩) পিতা-কালাম বকসু, মো: বখতিয়ার (২৫) পিতা-মৃত জাফর আলম, মো: বোরহান (২৩), পিতা আজিজুল হক, মো: আমজাদ পিতা জাহাঙ্গীর আলম, মো: দানব প্রকাশ দানু (২২) পিতা আবদুল হাকিম, সাইফুল ইসলাম (৩০), মোঃ সোহেল (২০) পিতা ফিরোজ প্রকাশ কালা পুতু, মো: রমিজ রানা (২০) আবদুল হাকিম, মো: মুবিন (২২) পিতা-নুরল আবচার, ফারুক (২২) পিতা মৃত জাফর আলম। এর সবাই কোনখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ছড়াপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া মামলার অপর আসামী একই ইউনিয়নের কুতুবদিয়া পাড়া গ্রামের টমটম চালক সোহান (২০)।

চকরিয়া থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারে বাদি মকছুদুল করিম উল্লেখ করেছেন, তার ছেলে আসহাবুল করিম জিহাদ (২৩) কক্সবাজার সিটি কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্র। ১ নং আসামী নোমানের কাছ থেকে প্রায় ২-৩ মাস পূর্বে আমার ছেলে ত্রিশ হাজার টাকা পাওনা ছিল। ১নং আসামী উক্ত টাকা আমার ছেলেকে আজ দিবে, কাল দিবে মর্মে বলে কালক্ষেপণ করে আসছিল। পরবর্তীতে ঘটনার কয়েকদিন পূর্বে ১নং আসামী নোমানের সাথে পাওনা টাকার বিষয়ে আমার ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এরপর থেকে বিভিন্ন কৌশলে ১নং আসামীর নেতৃত্বে অপরাপর আসামীরা আমার ছেলেকে হত্যার পরিকল্পনা করে।

মামলার বাদী এজাহারে আরো উল্লেখ করেন, ঘটনার দিন গত ০১/১২/২০২৩ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ঘটিকার সময় আমার ছেলে আসহাবুল করিম জিহাদ (২৩) কে ১নং আসামীর কাছ থেকে পাওনা ৩০হাজার টাকা নেওয়ার জন্য কোনাখালী ইউনিয়নের মরংঘোনাস্থ কামাল হোসেন এর দোকানের সামনে আসতে বলে। আমার ছেলে পেকুয়া থেকে মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছানোর পর পূর্ব থেকে উৎপেতে থাকা নোমানের নেতৃত্বে সন্ত্রাসীরা টাকা লেনদেন সংক্রান্ত আক্রোশে পরিকল্পিতভাবে হাতে ধারালো দা, ছোরা, লোহার রড ইত্যাদি মারাত্মক দেশীয় অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ছেলেকে টানা-হেঁচড়া করে সড়কের পাশে নিয়ে যায়। এরপর রোমান তার কোমর থেকে ধারালো ছোরা বের করে তার ছেলে আসহাবুল করিম জিহাদকে হত্যার উদ্দেশ্যে বুকের বাম পার্শ্বে গুরুতর আঘাত করে। এরপর নোমানের সাথে থাকা অপরাপর সন্ত্রাসীরা একজোট হয়ে জিহাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রদ্বারা নির্মমভাবে আঘাত করে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু নিশ্চিত করে।

জানা যায়, ঘটনার পর আশেপাশের লোকজন সন্ত্রাসীদের কবল থেকে জিহাদকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে গাড়ীযোগে চিকিৎসার জন্য পেকুয়া সরকারী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করায়। এসময় কর্তব্যরত চিকিৎসক জিহাদের শরীর পরীক্ষা করে মৃত ঘোষনা করেন। এরপর পেকুয়া থানা পুলিশ হাসপাতালে এসে নিহত জিহাদের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। এদিকে কক্সবাজার সদর হাসপাতালে জিহাদের ময়না তদন্তে শেষে গত ২ ডিসেম্বর বিকালে পেকুয়া সিকদার পাড়া গ্রামে জানাযা শেষে দাফন করা হয়।

নিহতের পিতা মকসুদুল করিম জানান, আমার ছেলে খুবই মেধাবী ও ভাল মনের অধিকারী ছিলেন। খুনিরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ছেলেকে তো আর ফিরে পাবোনা। তার ছেলের খুনীদের দ্রুত গ্রেফতার চান তিনি।

চকরিয়া থানার ওসি শেখ মো: আলী বলেন, ঘটনার পর ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্ধী গ্রহণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

এদিকে কলেজ ছাত্র জিহাত হত্যার মামলার আসামীদের গ্রেফতার দাবিতে গত ৩ ও ৪ ডিসেম্বর পেকুয়া চৌমুহুনী এলাকায় মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহত জিহাদের সহপাঠি ও এলাকাবাসীরা।