ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোমস্তাপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক রোজিমের মরদেহ দেশে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বাংলাদেশ পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এর আগে সোমবার রোকনপুর সীমান্তের ২২৪ নম্বর মেইন পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

 

বৈঠকে উপস্থিত ছিলেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার, ১৫৯ বিএসএফের আরকে ওয়াদা বিওপি কমান্ড্যান্ট অশোক কুমার, বাংলাদেশ পুলিশের গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার পুলিশ কর্মকর্তা, রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মিঠুন আলী ও নিহতের বাবা আবুল কালাম।

 

১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, মঙ্গলবার সকালে রোজিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউপি সদস্য মিঠুন আলী জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রোকনপুর গ্রামে মরদেহ দাফন করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন রোজিম (৩৫) নামে ওই বাংলাদেশি গরুর রাখাল।