ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

শওকত আলম, কক্সবাজার :

চকরিয়ার বদরখালি ইউনিয়নের কুতুবদিয়াপাড়া গ্রামে টমটম চালক জিসান হত্যা মামলার আসামী রুবেলকে গ্রেফতার করেছ র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ সূত্র জানায়, ৪ ডিসেম্বর বান্দরবান জেলার লামা থানার ছনখোলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুবেল (২৫) গ্রেফতার করে । সে বদরখালি ইউনিয়নের কুতুবদিয়াপাড়ার মোঃ ইউসুপ আলীর পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রুবেল ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।

র‌্যাব-১৫ সূত্র জানায় ,গ্রেফতারকৃত রুবেল বাবু’র নেতৃত্বে গঠিত গ্যাং এর একজন সদস্য। এই গ্যাং এর সদস্যরা মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, বিভিন্ন প্রজেক্ট/প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে থাকে। এই সুবাদে সে তার নিজের টমটম গাড়ি গ্যাং এর মাদক ব্যবসার কাজে ব্যবহার করতো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।