ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

আজ (৪ডিসেম্বর ) সোমবার কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ফতেআলি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে আটক করেছে র‍্যাব-১৫। গ্রেফতারকৃত আসামী হলেন টেকনাফ থানার সারবাং ফতেআলি পাড়া ০১ নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত নুর আহমেদের পুত্র একরামুল হক (৩৮)।

সোমবার র‌্যাব-১৫ তাদের ইন্টিলিজেন্স টিমের গোপন তথ্যের ভিত্তিতে রাত ০৩ঃ২০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানার ফতেআলি পাড়ায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী একরারামুল হক(৩৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মামলা রুজু হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল, এ প্রেক্ষিতে গ্রেফতারকৃত পলাতক আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়!

গ্রেফতারকৃত আসামীকে পূর্বের দায়েরকৃত মামলা মোতাবেকপরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।