ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ি জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতির প্যারেড পরীক্ষা সম্পন্ন

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে বিভাগীয় পদোন্নতি পরিক্ষা ২০২৩ অংশগ্রহণকারী জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের প্যারেড পরীক্ষার মূল্যায়ন সম্পন্ন হয়েছে।

 

রবিবার (১৩ আগস্ট) পুলিশ লাইন্স ড্রিল শেডে কনস্টেবল-নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়।

 

এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরিচালনা বোর্ডের সভাপতি হিসাবে পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা মূল্যায়ন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা এর নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

 

এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, জাহিদুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাঙ্গামাটি, আরআই পুলিশ লাইন্স সহ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪