ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উখিয়ায় প্রস্তুতি সভা

আব্দুল লতিফ বাচ্চু, উখিয়া :

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা ৩ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) কামরুন্নেসা বেবীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এবং সাংবাদিকবৃন্দ।

সভায় মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন উপকমিটি গঠন ও বিজয় দিবসের অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।