ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের ২৪ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ২৪টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর ২০২৩)ইং তারিখ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

ময়মনসিংহ বিভাগে নৌকার প্রার্থীদের তালিকা-জেলা, ময়মনসিংহ-১ জুয়েল আরেং, ময়মনসিংহ-২ শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম, ময়মনসিংহ-৪ মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৬ মো. মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ মো. হাফেজ রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার, ময়মনসিংহ-৯ আব্দুস সালাম, ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ।

 

জেলা জামালপুর-১ নুর মোহাম্মদ, জামালপুর-২ মো. ফরিদুল হক খান, জামালপুর-৩ মির্জা আজম, জামালপুর-৪ মাহবুবুর রহমান, জামালপুর-৫ আবুল কালাম আজাদ (সাবেক সচিব),জেলা শেরপুর-১ মো. আতিউর রহমান আতিক, শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-৩ শহীদুল ইসলাম।

জেলা নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী, নেত্রকোনা-২ মো. আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল, নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান ও নেত্রকোনা-৫ আহমদ হোসেন।