ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলু ক্ষেত থেকে ৩টি ওয়ান শ্যুটার গান উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় একটি আলু ক্ষেত থেকে পরিত্যাক্ত ৩টি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছেন র‌্যাব-৫ (জয়পুরহাট ক্যাম্প) সদস্যরা।

গতকাল বুধবার রাত ১১টার দিকে সদরের বক্তারপুর ইউনিয়নের চাকলা-শ্যামপুর সড়কের পাশে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপনে মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সদরের বক্তারপুর এলাকার ওই স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।

এ সময় অজ্ঞাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আলুর ক্ষেতে ৩টি ওয়ান শ্যুটার গান ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। শ্যুটার গানগুলো উদ্ধারের পর নওগাঁ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) চলছে।