ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সাকিবের বাড়ির সামনে পুলিশি পাহারা

মাগুরা প্রতিনিধি :

হঠাৎ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে। শনিবার রাত থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের সাহাপাড়ার বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে।

জানা গেছে, সাকিব আল হাসান আগামী সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগ থেকে মাগুরার দুটি আসনসহ তিনটি আসনে মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যেই সাকিবের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার পর থেকেই আলোচনায় সাকিব আল হাসান। আগে সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ মোতায়েন দেখা যায়নি। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের নাম ঘোষণার আগে পুলিশি পাহারা বসানোয় এলাকায় তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশকে পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে, সে বিষয়ে আমরা কিছু জানি না।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, পুলিশ কী কারণে পাহারা দিচ্ছে তা আমার জানা নেই। তবে এটা পুলিশের নিয়মিত টহলের অংশ হতে পারে। সাকিবের বাড়িতে পুলিশি পাহারার বিশেষ কোনো কারণ নেই।