ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ইয়াবা ট্যাবলেটসহ মিজান নামের একজন গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজার পৌর এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান নামের একজন গ্রেফতার করেছেন র‌্যাব ১৫। এসময় আট হাজার পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কক্সবাজার পৌরসভার বার্মিজ মার্কেটস্থ আশরাফিয়া মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিজান দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয়ের কথা স্বীকার করে।

 

 

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা কালে কৌশলে পালানোর চেষ্টাকালে মিজান নামের একজনকে গ্রেফতার করে। পরে সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুহসনিয়া পাড়া এলাকার আবদুস সালামের পুত্র মোঃ মিজানুর রহমান (২৮)। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।